Blog

ঢাবি প্রফেসর আতাউরের ইন্তেকালে রুয়ার শোক প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচারস লিংক (ইউটিএল) এর আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রাবি এলামনাই এসোসিয়েশনের (RUAA) লাইফ মেম্বার প্রফেসর আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের (RUAA) সভাপতি ও রাবি সিনেট সদস্য রফিকুল ইসলাম খান এবং এসোসিয়েশনের সেক্রেটারি, রাবির সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. নিজাম উদ্দিন। 

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহের পাশাপাশি মরহুমের দ্বীনের যাবতীয় খেদমত কবুল করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি বর্ষের শিক্ষার্থীদের সুন্দরবনে শিক্ষাসফর চলাকালীন বুধবার (০৭ জানুয়ারি) সকালে প্রফেসর আতাউর রহমান বিশ্বাস ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন এবং জাহাজেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ১ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং মরহুমের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জে দাফন সম্পন্ন হবে।

Share: