Blog

রুয়া'র পূনর্মিলনী  ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সংক্রান্ত জরুরী নোটিশ

সম্মানিত সদস্য, 
অদ্য ০১.০৫.২০২৫ তারিখে অনুষ্ঠিত এডহক কমিটির জরুরী সভায় সংখ্যাগরিষ্ট সদস্যদের মতামতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ০৯.০৫.২০২৫ তারিখে রুয়া'র পূনর্মিলনী  ও আগামী ১০.০৫.২০২৫ তারিখে রুয়া'র কার্যনির্বাহী কমিটির  নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছেনা।

এজন্য এডহক কমিটি রুয়া'র সকল সম্মানিত  সদস্যদের নিকট আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছে।
ধন্যবাদ। 

প্রফেসর ড. মোহাঃ ফরিদ উদ্দীন খান

আহ্বায়ক
রুয়া এডহক কমিটি ২০২৫
এবং 
উপ -উপাচার্য (একাডেমিক), রাজশাহী বিশ্ববিদ্যালয়

Share: